রোলার গাড়ির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২
মৌলভীবাজার সদর উপজেলায় রোলার গাড়ির সঙ্গে ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন। বুধবার রাত ২টার দিকে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের নিতেস্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার কদুপুর গ্রামের হাফিজ আব্দুল হাশিমের ছেলে আশফাক আহমদ (২৫) ও মোকামবাজার এলাকার আমির আলীর ছেলে কামরুল ইসলাম (২৫)। আশঙ্কাজনক অবস্থায় আহত আহমদকে (২৭) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের উদ্ধারকারীরা জানান, রাত ২টার দিকে মোটরসাইকেলে তিনজন শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার আসছিলেন। পথে নিতেস্বর এলাকায় রাস্তা পাশে রাখা সংস্কার কাজের ব্যবহৃত রোলার গাড়ির সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মৌলভীবাজার মডেল থানা পুলিশের ডিউটি অফিসার এসআই শিলা আক্তার জানান, পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আরএআর/আরআইপি