সাদুল্যাপুরে ট্রাক চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় ফিরোজ কবীর বাবু (২২) নামে এক ট্রাক চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের উত্তর মন্দুয়ার গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ফিরোজ কবীর বাবু উত্তর মন্দুয়ার গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।
সাদুল্যাপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, ফিরোজ কবীর ১০/১২ দিন আগে তার মায়ের অসুস্থতার খবর পেয়ে স্ত্রী-সন্তান নিয়ে বাড়িতে আসেন। গত ৩/৪ দিন আগে তার স্ত্রী বাবার বাড়িতে যায়। পরবর্তীতে দুই দিন আগে স্ত্রীকে বাড়িতে নিয়ে আসা নিয়ে শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে দ্বন্দ্ব হয়। এরমধ্যে গতকাল হঠাৎ বুকে জ্বালা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন ফিরোজ।
তিনি আরও জানান, বৃহস্পতিবার ভোর রাতে তার পরিবারের লোকজন নিজ ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে বিষয়টি পুলিশকে জানালে মরদেহ উদ্ধার করা হয়।
সাদুল্যাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জিল্লুর রহমান পলাশ/আরএআর/পিআর