হাজিরা দিতে এসে পুলিশের সঙ্গে আসামির অসদাচরণ
হবিগঞ্জে মামলার হাজিরা দিতে এসে কোর্ট পুলিশের সঙ্গে অসদাচরণ করায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত সুলতানার আদালত তাকে গ্রেফতার করে কারাগারে পাঠান। গ্রেফতার ব্যক্তি মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান অনিক। পরে ভুল স্বীকার করায় তাকে মুক্তি দেয়া হয়।
আদালত সূত্রে জানা যায়, অনিক বৃহস্পতিবার দুপুরে একটি মারামারি মামলায় আদালতে হাজিরা দিতে আসেন। এ সময় তিনি আদালতের নিরাপত্তায় নিয়োজিত এক পুলিশ সদস্যের সঙ্গে অসদাচরণ করেন। তাৎক্ষণিক পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের সামনে হাজির করে। বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অনিক স্থানীয় একটি সংবাদপত্রের মাধবপুর প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
কোর্ট ইন্সপেক্টর মো. কামাল হোসেন জানান, আদালত চলাকালে দায়িত্বরত পুলিশ তাকে বাইরে যেতে বলেছেন। কিন্তু তিনি বাইরে না গিয়ে পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে লিপ্ত হন। এ সময় আদালত তাকে গ্রেফতার করার নির্দেশ দেন। পরে তিনি ভুল স্বীকার করলে তাকে ছেড়ে দেয়া হয়।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/পিআর