ফুলছড়িকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা
গাইবান্ধার ফুলছড়ি উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক আব্দুস সামাদ উপজেলার উদাখালী ইউনিয়ন পরিষদ চত্বরে এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন।
উদাখালী ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আব্দুল হালিম টলষ্টয়, ফুলছড়ি
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক, উপজেলা সন্ত্রাস প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক মিলন কুমার বর্মণ, একেএম সাইফুর রহমান মিলন, শিরিন আকতার প্রমুখ।
পরে অনুষ্ঠানে উপস্থিত সকলে শপথ বাক্য পাঠ করেন।
জিল্লুর রহমান পলাশ/এআরএ/পিআর