গাইবান্ধায় ২ পাচারকারী আটক, ২ শিশু উদ্ধার


প্রকাশিত: ০২:৪৩ এএম, ১৬ ডিসেম্বর ২০১৬

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পাচারকারী সন্দেহে রুবেল মিয়া (১৮) ও রাখু মিয়া (২০) নামে দুই পাচারকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এসময় দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের টবিতাবাড়ী গ্রাম থেকে তাদের আটক করা হয়।

উদ্ধার হওয়া দুই শিশু ঢাকার মহাখালি এলাকার। তারা হলেন, আশরাফুল (১০) ও বাবুল মিয়া (১০)।

আটক রুবেল মিয়া সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের ছাপড়হাটি গ্রামের আলম মিয়ার ছেলে ও রাখু মিয়া পার্শ্ববর্তী রামজীবন ইউনিয়নের ডোমেরহাট কচুগাড়ি গ্রামের ছলিম উদ্দিনের ছেলে।

কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল ওয়াহেদ বিষয়টি নিশ্চিত করে জানান, রাখু ও রুবেল দুই শিশুকে ঢাকা থেকে বুধবার রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নিয়ে আসে। এরপর বৃহস্পতিবার
বিকেলে দুই শিশুকে সুন্দরগঞ্জের হরিপুর ইউনিয়নের টবিতাবাড়ী গ্রামে রুবেলের শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়া হয়।

সেখানে দুই শিশু রুবেলের শ্বশুর বাড়ির সামনে কান্নাকাটি করতে থাকে। এসময় স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক
করে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশু দুটিকে উদ্ধার ও রুবেল ও রাখুকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার হওয়া দুই শিশুর পরিচয় জানার চেষ্টা চলছে। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের কাছে দেওয়া হবে।

জিল্লুর রহমান পলাশ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।