স্মৃতিসৌধে ফুল দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৮:৪২ এএম, ১৬ ডিসেম্বর ২০১৬

মহান বিজয় দিবসে স্মৃতিসৌধে ফুল দেয়াকে কেন্দ্র করে দুবৃর্ত্তদের হামলায় নেত্রকোনার আটপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটানয় গুরুতর আহত আটপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও ছাত্রদল নেতা নূর মোহাম্মদ ফরিদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আটপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাগো নিউজকে জানান, সকাল সাড়ে ৭টার দিকে আটপাড়া শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের পর দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের সময় ছাত্রলীগের কয়েকজন দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়।

এ সময় হামলাকারীরা অফিসের সামনে রাখা ৫-৭টি মোটর সাইকেল ভাঙচুর করে। সশস্ত্র হামলায় আমিসহ কমপক্ষে ১৫ নেতাকর্মী আহত হই।

জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খান ও সাধারণ সম্পাদক ড্যাব নেতা ডা. আনোয়ারুল হক এ ন্যাক্কার জনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

অতিরিক্ত পুলিশ সুপার খান মোহাম্মাদ আবু নাসের ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

কামাল হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।