নেত্রকোনায় ভাতিজার হাতে চাচা খুন
নেত্রকোনার কলমাকান্দায় জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার দা’য়ের কোপে চাচা মো. শাহজাহান (৪২) খুন হয়েছেন। এসময় শাহজাহানের ভাই জসীমসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের কলমাকান্দা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুইজনকে আটক করেছে।
নিহত শাহজাহান (৪২) উপজেলার খারনৈই ইউনিয়নের বাউশাম গ্রামের বাসিন্দা।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক জাগো নিউজকে জানান, বাউশাম গ্রামের জসীম উদ্দিনের সঙ্গে তার স্ত্রীর জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জের ধরে শনিবার বিকেল স্থানীয়রা একটি সালিশের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করার উদ্যোগ গ্রহণ করলে জসীমের স্ত্রী বিষযটি মেনে নেয়নি।
পরে এ ঘটনায় জসীম ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এসময় জসীমের ভাই শাহজাহান তার পক্ষ অবলম্বন করলে জসীমের ছেলে হৃদয়, সোহেল ও তার স্ত্রী কুলসুম জসীম ও শাহজাহানের উপর ক্ষিপ্ত হয়ে তাদের ওপর আক্রমণ করে। পরে প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলেই শাহজাহান মারা যায়।
কলামাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর জাগো নিউজকে জানান, ঘটনার সঙ্গে জড়িত হৃদয় ও কুলসুমকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কামাল হোসাইন/এআরএ/পিআর