সমাজ এবং রাষ্ট্রে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য


প্রকাশিত: ১১:৪৭ এএম, ১৮ ডিসেম্বর ২০১৬

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেছেন, দেশের স্বাধীনতায় সাংবাদিকদের ভূমিকা অস্বীকার করার কোনো উপায় নেই। দেশ ও গণমানুষের উন্নয়নে সাংবাদিকরা কাজ করে যাচ্ছেন। সমাজ এবং রাষ্ট্রে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য।

রোববার দুপুরে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে বাগেরহাট প্রেসক্লাবের চার দশক পূর্তি উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডেপুটি স্পিকার।

তিনি বলেন, বঙ্গবন্ধুর ছয় দফা দাবিসহ স্বাধীনতার ঘোষণা মিডিয়ার মাধ্যমেই জাতি জানতে পেরেছিল। আজও সাংবাদিকরা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মো. মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকত আলী বাদশা, গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটন, সংরক্ষিত মহিলা আসন-১১ এর সংসদ সদস্য হ্যাপী বড়াল, বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় প্রমুখ।  

শওকত আলী বাবু/এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।