শিক্ষার্থীরা দেশের রত্ন : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী


প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৬

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ক্ষুদে শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিন বই পৌঁছে দিয়ে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে সরকার। দেশের কোনো শিক্ষার্থী শিক্ষা থেকে বঞ্চিত হবে না। শিক্ষার্থীরা দেশের রত্ন। তারা সব সময় ভালো ফলে এগিয়ে রেখেছে দেশকে।

শনিবার বিকেলে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারি সরকারি প্রাথমিক ও এসসি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী।

শতবর্ষপূর্তি অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে প্রতিমন্ত্রী বলেন, মানুষের যেমন প্রয়োজন জীবন, তেমনি শিক্ষাও প্রয়োজন। এ কারণে শিক্ষা মানুষের সঙ্গে সংযুক্ত।

প্রতিষ্ঠানটির শতবর্ষপূর্তি অনুষ্ঠানের শতস্বরণে নামের প্রকাশিত স্বরণিকায় বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।  

এর আগে সকালে এক বণার্ঢ্য র‌্যালির মাধ্যমে দিনের কার্য দিবস শুরু করা হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

পরে প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি সেলিম মেহেদীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহাবুবুজ্জামান আহমেদ, কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরজু মো. সাজ্জাত, আবাসিক মেডিকেল অফিসার আহসান হাবিব প্রমুখ।

রবিউল হাসান/এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।