মঙ্গা বলতে আর কোনো শব্দ নেই


প্রকাশিত: ১১:১৭ এএম, ২৫ ডিসেম্বর ২০১৬

সাবেক প্রতিমন্ত্রী ও প্রাথমিকও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন বলেছেন, শ্রম দিয়ে এলাকাকে এগিয়ে নিতে হবে। প্রয়োজনে কাজের শেষে এক ঘণ্টা বেশি শ্রম দিয়ে প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে হবে। এই এলাকা থেকে চিরতরে মঙ্গা বিদায় নিয়ে চলে গেছে। মঙ্গা বলতে আর কোনো শব্দ নেই।

লালমনিরহাটের হাতীবান্ধার বড়খাতায় রোববার বিকেলে শায়ান আলো ফ্যাশন সোয়েটার ফ্যাক্টারি শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এলাকায় বেশি করে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। সময়কে মূল্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে। আগামী ২০১৯ সালের মধ্যে প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছে যাবে। সকল রাস্তা পাকা হবে। আগামী দিনে বুড়িমারী থেকে ঢাকা পর্যন্ত তিন বিঘা এক্সপ্রেস ট্রেন চালু হবে। ১৯৭১ সালে যুদ্ধের সময় বড়খাতা বাসী বেশি ভূমিকা পালন করছে। এজন্য বড়খাতা বীরের বাসী।

এর আগে প্রধান অতিথি ফিতা কেটে শায়ান আলো ফ্যাশন সোয়েটার ফ্যাক্টারি উদ্বোধন করেন। অনুষ্ঠানের শুরুতে শায়ান আলো ফ্যাশন সোয়েটার ফ্যাক্টারি প্রতিষ্ঠাতা পরিচালক শুভেচ্ছা বক্তব্য রাখেন।

শায়ান আলো ফ্যাশন সোয়েটার ফ্যাক্টারি প্রতিষ্ঠাতা পরিচালক এটিএম সাইফুল ইসলাম রাসেল সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সাবেক শিক্ষক ও সমাজসেবক আলহাজ্ব আমিন উদ্দিন আহম্মেদ, ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তা মনোয়ার হোসেন, বড়খাতা ইউনিয়ন চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল প্রমুখ।

রবিউল হাসান/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।