ছাতকে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫


প্রকাশিত: ০৭:২৭ এএম, ২৬ ডিসেম্বর ২০১৬
প্রতীকী

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুনামগঞ্জের ছাতকে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার দোলারবাজার ইউনিয়নের পালপুর গ্রামের নুর মিয়া ও একই গ্রামের আবুল হোসেন সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ বাধে।

সংঘর্ষ থামাতে পুলিশ ২ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করেছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ছাতক থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) জাহানারা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পালপুর গ্রামের নুর মিয়া ও একই গ্রামের আবুল হোসেনের পক্ষদ্বয়ের মধ্যে সংঘর্ষ বাধলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

রাজু আহমেদ রমজান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।