শ্রীমঙ্গলে বাসায় ঢুকে ১০০ ভরি স্বর্ণালংকার লুট
শ্রীমঙ্গলে জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে ১০০ ভরি স্বর্ণালংকারসহ, নগদ দেড় লাখ টাকা ও ৪টি মোবাইল সেট নিয়ে গেছে ডাকাত দল।
রোববার রাত ৩টার দিকে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের উপদফতর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সহীদ মো. আবদুল্লাহর বাসায় এ ডাকাতির ঘটনাটি ঘটে।
আবু সহীদ মো. আবদুল্লাহ জানান, মুখোশধারী ৮ জনের একটি ডাকাত দল ঘরের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় পরিবারের সদস্যদের বেঁধে রেখে জিনিস লুট করে নিয়ে যায় তারা।
শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান তিনি।
এফএ/পিআর