৩৯ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত


প্রকাশিত: ১০:৪৩ এএম, ২৯ ডিসেম্বর ২০১৬
ফাইল ছবি

হবিগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে ৩৯ জন সদস্য প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এর মধ্যে ৩৫ জন সাধারণ ও ৫ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী।

জামানত হারানো প্রার্থীরা হচ্ছেন, ১নং ওয়ার্ডে অ্যাডভোকেট প্রসেনজিত সরকার, ইসমাইল মিয়া। ২নং ওয়ার্ডে আব্দুল আলীম, আশরাফ আলী, ছায়েব আলী, মুজিবুর রহমান ও শাহাব উদ্দীন।

৩নং ওয়ার্ডে আমিরুল ইসলাম আখন্জি, সবুর মিয়া, আরজু মিয়া। ৪নং ওয়ার্ডে গৌতম দাশ, নূরুল আমীন পাঠান, ফয়সল আহমেদ, গোলাম হোসেন রাব্বানী। ৫নং ওয়ার্ডে আজিজু রহমান চৌধুরী, আব্দুল মুহিত।

৬নং ওয়ার্ডে এমএ আহমদ আজাদ। ৭নং ওয়ার্ডে মুক্তিযোদ্ধা শেখ ফিরুজ মিয়া। ৮নং ওয়ার্ডে গোলাম ফারুক, জহিরুল ইসলাম সেলিম, নূরুল ইসলাম চৌধুরী। ৯নং ওয়ার্ডে ছফিল মিয়া, আবুল কালাম বাবুল। ১০নং ওয়ার্ডে এমএ জব্বার, ১১নং ওয়ার্ডে কাউছার আহমেদ, জাহারুল ইসলাম তাউছ, সিরাজুল ইসলাম, ১৪নং ওয়ার্ডে জামাল মো. আবু জাহির, শাহীন মিয়া মহালদার মনির, আজিজ মিয়া, মিনহাজ উদ্দিন খান, শফিউল আলম ফরহাদ, সৈয়দ রেজাউল মোস্তাফা।

এ ছাড়া ১৫নং ওয়ার্ডে মিজানুর রহমান, জয়নাল আবেদীন। সংরক্ষিত ওয়ার্ডে মধ্যে হবিগঞ্জ-৩ আয়েশা আক্তার লাকী, ইসমত আরা বেগম,  দিলারা আক্তার শিউলী ও হবিগঞ্জ-৫ এ লায়লা নুরের জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।