নওগাঁয় শিল্প ও বাণিজ্য মেলা শুরু


প্রকাশিত: ০১:৪৯ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৬

নওগাঁয় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। শুক্রবার বিকেলে শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ মেলার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক এমপি।

নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এ মেলার আয়োজন করেছে। মেলার সার্বিক সহযোগিতায় রয়েছে বেনারসী ইভেন্ট ম্যানেজমেন্ট লি:।

নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী, চেম্বারের সাবেক সভাপতি মোহাম্মদ আলী দ্বীন, বিশিষ্ট ব্যবসায়ী দেওয়ান ছেকার আহমেদ শিষাণ, বেনারসী ইভেন্ট ম্যানেজমেন্ট লিমিটেডের সিও ফজলুল হক জুয়েল, আহম্মদ আলী প্রমুখ বক্তব্য দেন।

বেনারসী ইভেন্ট ম্যানেজমেন্ট লিমিটেডের সিও ফজলুল হক জুয়েল জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত মেলা চলবে। মেলায় দেশীয় উৎপাদিত পণ্য ক্রয়-বিক্রয় হবে। এছাড়া শিশুপার্ক ও সার্কাস রয়েছে। মেলার নিরাপত্তায় ২২টি সিসি টিভি ক্যামেরাসহ পুলিশ মোতায়েন রয়েছে।

মেলার প্রথম দিনে নারী, পুরুষ ও শিশুসহ সব বয়সের দর্শকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

আব্বাস আলী/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।