নওগাঁয় আগুনে তিন কোটি টাকার মালামাল পুড়ে গেছে
নওগাঁ সদর উপজেলায় আগুনে ১০টি দোকান ও চারটি গুদামের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। নওগাঁ ও আত্রাই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ইলশাবাড়ি বাজারে এ ঘটনা ঘটে। ঘটনায় প্রায় তিন কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেন দোকানের মালিক। তবে পূর্ব শত্রুতার জেরে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ করেন মার্কেটের মালিক।
স্থানীয় ও মার্কেটের মালিক আফসার আলী জানান, মার্কেটে ১০টি দোকানের সঙ্গে চারটি গুদামঘর ছিল। দোকানেগুলোতে ঝুটকাপড় ও মাদুর তৈরির মালামাল ছিল। প্রতিদিন প্রায় ৩/৪ লাখ টাকার কেনা বেচা হয়ে থাকে। দোকানের পাশে থাকা ঝুট কাপড়ে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে দোকান ও গুদামে রাখা প্রায় তিন কোটি টাকার মালামাল পুড়ে যায়। তবে শত্রুতামূলকভাবে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ করেন।
নওগাঁ ফায়ার সার্ভিসের উপ-সহকারী আব্দুর রশীদ বলেন, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
আব্বাস আলী/এমএএস/এমএস