পঞ্চগড়ে জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মী গ্রেফতার
প্রতীকী ছবি
পঞ্চগড়ে জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. হাচেন আলী (৪৫), জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক বেলাল হোসেন (২৬), শিবির কর্মী জুয়েল ইসলাম (২৭), রুহুল আলী (৪৫), রুহুল আমিন (২৫), রশিদুল ইসলাম (২৬) এবং স্থানীয় জামায়াত কর্মী আব্দুল কুদ্দুস (৫৫)।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম মমিন নাশকতার অভিযোগে তাদের গ্রেফতার করার কথা স্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
সফিকুল আলম/এআরএ/আরআইপি