‘ঢাকা-পঞ্চগড় আন্তঃনগর ট্রেন চালুর প্রস্তুতি সম্পন্ন’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পঞ্চগড় থেকে ঢাকা আন্তঃনগর ট্রেন চলাচলের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সেই সঙ্গে নতুন রেললাইন স্থাপন করা হয়েছে। এ নিয়ে আর দাবির কিছু নেই। এটা চালু হওয়া সময়ের ব্যাপার মাত্র।
বুধবার দুপুর পৌনে ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পঞ্চগড় সরকারি স্টেডিয়ামে স্থানীয় সংসদ সদস্য, প্রশাসনের কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, পঞ্চগড় আর অবহেলিত নয়। একসময় সেখানকার মানুষ চা উৎপাদনের কথা ভাবতেও পারতেন না। আজ বিভিন্ন এলাকা চা চাষে ভরে গেছে। পঞ্চগড়ের চা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সুনাম অর্জন করেছে।
সংক্ষিপ্ত বক্তব্য শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চগড় জেলা প্রশাসকের উপস্থাপনায় একজন মুক্তিযোদ্ধা এবং একজন চা শ্রমিকের সঙ্গে মতবিনিময় করেন।
এর আগে সকাল থেকে জেলার বিভিন্ন এলাকার শিশু নারী-পুরুষ স্টেডিয়ামে উপস্থিত হন। ভিডিও কনফারেন্সে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাজমুল হক প্রধান, জেলা পরিষদের চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চু, জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল, পুলিশ সুপার মো. গিয়াসউদ্দিন আহম্মেদ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার মির্জা আবুল কালাম দুলাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, পৌরসভার মেয়র তৌহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সফিকুল আলম/এএম/এমএস