মাদারীপুরে নিখোঁজের ৩২ দিন পর প্রবাসীর লাশ উদ্ধার


প্রকাশিত: ০৫:০৬ এএম, ১৬ মার্চ ২০১৫

মাদারীপুর রাজৈর উপজেলার কানাইপুর গ্রামের ব্রুনাই প্রবাসী যুবক আশরাফুলের লাশ  মাদারীপুর সদর উপজেলার গৈদিবিলের ধান ক্ষেত থেকে উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ।

সে কানাইপুর গ্রামের লুলু মাতুব্বরের ছেলে। শনিবার মাদারীপুর সদর উপজেলার গৈদিবিলের ধান ক্ষেতে একটি অজ্ঞাত লাশ পাওয়া গেছে খবর পেয়ে রোববার আশরাফুলের স্বজনরা সেখানে গিয়ে তার চুল ও দাঁত দেখে লাশ সনাক্ত করে।

তার লাশ কানাইপুরের নিজ বাড়িতে আনা হলে হাজার হাজার জনতা উপস্থিত হয় এবং সেখানে কান্নার আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে।

উল্লেখ্য, লুলু মাতুব্বরের ছেলে প্রবাসী আশরাফুল  দুই মাস পূর্বে  ব্রুনাই থেকে দেশে আসে। ১১ ফেব্রুয়ারী এলাকার দুই বন্ধু গান শোনার কথা বলে  আশরাফুলকে বাড়ী থেকে ডেকে নিয়ে যায় এবং সেই থেকে তিনি নিখোঁজ। এ ঘটনায় পিতা লুলু মাতুব্বর ১৭ ফেব্রুয়ারী  আজাদ মিয়াসহ ১২ জনকে আসামী করে মাদারীপুরের  রাজৈর আদালতে মামলা করেন।

রাজৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ভূঁইয়া জানান, লাশটি বিকৃত হয়ে গেছে। আশরাফুলের স্বজনরা তাদের লাশ দাবী করে সদর থানা থেকে নিয়ে এসেছে। ডি এন এ টেষ্টের পর প্রকৃত পরিচয় জানা যাবে।

এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।