বাগেরহাটে ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা


প্রকাশিত: ০২:০০ পিএম, ০৪ জানুয়ারি ২০১৭

বাগেরহাটে নানা অনিয়মের দায়ে শহরের পুরাতন বাজারস্থ হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় সার্টিফিকেট ছাড়াই প্যাথলজি পরীক্ষার দায়ে দুই প্যাথলজি টেকনিশিয়ানকে আটক করে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। বুধবার বিকেলে বাগেরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দিন এ দণ্ড দেন।

অভিযান পরিচালনা কালে হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার থেকে বিভিন্ন প্যাথলজি রিপোর্টে ডাক্তারের স্ক্যান করা স্বাক্ষর দেয়া ৩৭টি রিপোর্ট জব্দ করা হয়।

এ সময় সার্টিফিকেট ছাড়াই প্যাথলজি পরীক্ষার দায়ে দুই প্যাথলজি টেকনিশিয়ানকে আটক করা হয়। আটকরা হলেন, মো. ফরহাদ হোসেন (২৮) ও রফিকুল ইসলাম (২৫)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দিন বলেন, হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের প্যাথলজিতে যিনি টেকনিশিয়ান রয়েছেন তার কোনো শিক্ষাগত যোগ্যতা নেই। এখানকার প্যাথলজিতে যেসব রিপোর্ট দেয়া হয় তাতে কেবল মেডিকেল টেকনিশিয়ানের স্বাক্ষর থাকে, ডাক্তারের কোনো স্বাক্ষর থাকে না।

ঢাকা থেকে পরীক্ষার-নিরীক্ষা করে আনার নামে বিভিন্ন রিপোর্টে ডাক্তারের স্ক্যান করা স্বাক্ষর প্রিন্ট করে দেয়ার প্রমাণ পাওয়া যায়।

এছাড়া প্যাথলজিতে অস্বাস্থ্যকর পরিবেশ, রিপোর্ট তৈরিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবহার ও মূল্যতালিকা না থাকার দায়ে ভোক্তা অধিকার আইনে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

শওকত আলী বাবু/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।