নওগাঁ জেলা বিএনপির সভাপতি সনি সম্পাদক ধলু
নাজমুল হক সনিকে সভাপতি ও জাহিদুল ইসলাম ধলুকে সাধারণ সম্পাদক করে নওগাঁয় জেলা বিএনপির ৩০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
জানা গেছে, সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম টুকু এবং মামুনুর রহমান রিপনকে সাংগঠনিক সম্পাদক করে নওগাঁ জেলা বিএনপির ৩০ সদস্য বিশিষ্ট (আংশিক) পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। দলের চেয়ারপারসনের নির্দেশক্রমে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কমিটি অনুমোদন দেন।
সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু কমিটি গঠনের বিষয় নিশ্চিত করে বলেন, আগামী পরশু সংবাদ সম্মেলনের মাধ্যমে সবাইকে জানানো হবে।
কেন্দ্রীয় বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সভাপতি শামছুজ্জোহা খান বলেন, যেহেতু কমিটি গঠনের তালিকায় অন্য নেতাকর্মীদের নাম এখনও প্রকাশ করা হয়নি। বিধায় পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করা ঠিক হবে না।
নতুন কমিটির সভাপতি নাজমুল হক সনি বলেন, নওগাঁর বিএনপির ইতিহাসে খুব ভালো একটা সিদ্ধান্ত ও ভালো কমিটি গঠিত হয়েছে। নিঃসন্দেহে এ কমিটির নেতৃত্বে জেলায় বিএনপির সাংগঠনিক তৎপরতা ভালো হবে। সাধারণ নেতাকর্মীরা এ কমিটি নিয়ে বেশ উৎফুল্ল। সাধারণ নেতাকর্মীরা যেটা চেয়েছিল ঠিক সেটারই বহিঃপ্রকাশ হয়েছে।
আব্বাস আলী/এআরএ/পিআর