পোরশা সীমান্তে দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্ত থেকে নাইমুল হক (৪০) ও জিয়াউর রহমান (২৫) নামে দুই রাখালকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার রাতে ভারতের অভ্যন্তরে ক্যাদারীপাড়া বিএসএফ সদস্যরা তাদের আটক করে।
আটকরা হলেন- উপজেলার বিষ্ণপুর গ্রামের খোশ মোহাম্মদের ছেলে নাইমুল হক এবং ইসলামপুর গ্রামের মৃত মহুবুলের ছেলে জিয়াউর রহমান।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ৭/৮ জন বাংলাদেশি রাখাল ভারতের ক্যাদারীপাড়া সীমান্ত দিয়ে গরু নিয়ে আসার সময় ক্যাদারীপাড়া বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। এতে অন্যরা পালিয়ে আসলেও নাইমুল হক ও জিয়াউর রহমান ধরা পড়ে।
বিজিবি ১৪- এর সহ-অধিনায়ক মেজর আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই দুইজন ভারতের দাল্লা হাই স্কুল মাঠে মাদক সেবন করা অবস্থায় আটক হয়েছে। আটকদের ফিরিয়ে আনতে ভারতের ক্যাদারীপাড়া ক্যাম্পে যোগাযোগ করা হচ্ছে বলে তিনি জানান।
আব্বাস আলী/আরএআর/জেআইএম