বরগুনায় ইয়ুথ ক্যাম্প শুরু


প্রকাশিত: ০৭:৫০ এএম, ০৮ জানুয়ারি ২০১৭

সামাজিক যোগাযোগ মাধ্যমে যৌন হয়রানি বন্ধ এবং হয়রানির শিকার নারীদের সহযোগিতার জন্য ৬০ জন  দক্ষ ফেসবুক ব্যবহারকারীকে নিয়ে বরগুনায় দুইদিন ব্যাপী ইয়ুথ ক্যাম্প শুরু হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে বরগুনার বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে ইয়ুথ ক্যাম্পের উদ্বোধন করেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

উপকূলীয় উন্নয়ন সংস্থা জাগো নারীর আয়োজনে এবং কানাডিয়ান হাই কমিশনের সহযোগিতায় আয়োজিত এ ইয়ুথ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক পিপিএম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মো. আবদুর রশীদ বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. জাকির হোসেন মিরাজ, জাগো নারীর সভানেত্রী হামিদা বেগম,  প্রধান নির্বাহী হোসনে আরা হাসি প্রমুখ উপস্থিত ছিলেন।

ক্যাম্পে বরিশাল বিভাগের ছয় জেলার ১০ জন করে মোট ৬০ জন দক্ষ ফেসবুক ব্যবহারকারী অংশগ্রহণ করেছেন।

সাইফুল ইসলাম মিরাজ/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।