শান্ত শেরপুরে যেন সন্ত্রাস মাথাচাড়া দিয়ে না ওঠে : আতিক


প্রকাশিত: ০১:১৫ পিএম, ০৮ জানুয়ারি ২০১৭

শেরপুরে জেলা পরিষদ নির্বাচন-পরবর্তী কিছু বিচ্ছিন্ন সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সরকারদলীয় হুইপ আতিউর রহমান আতিক এমপি।

রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায়  এমন উদ্বেগ প্রকাশ করেন।

তিনি নির্বাচন সুষ্ঠু হয়েছে উল্লেখ করলেও নির্বাচনে এখানে নানা ষড়যন্ত্রের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী হেরেছেন আর ব্যক্তির জয় হয়েছে।

হুইপ আতিক বলেন, নির্বাচনের পর সদর উপজেলার কামারেরচর কলেজে তালা, আতিউর রহমান মডেল কলেজের অধ্যক্ষের বাসায় ককটেল হামলা, গাজীরখামার ইউপি চেয়ারম্যানকে লাঞ্ছিত ও ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে হুমকিসহ নানা সহিংসতার ঘটনা ঘটছে।

এর কারণ একটাই, তারা দলের প্রার্থীর পক্ষে কাজ করেছেন। তিনি শান্ত শেরপুরে যেন সন্ত্রাস মাথাচাড়া দিয়ে না ওঠে এজন্য সংশ্লিষ্ট পক্ষ ও প্রশাসনসহ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নবাগত পুলিশ সুপার রফিকুল হাসান গনি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম রিয়াজুল হাসান।

হাকিম বাবুল/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।