শরণখোলায় অপহৃত কলেজছাত্রীকে উদ্ধারের দাবিতে ধর্মঘট


প্রকাশিত: ০৬:৫৪ এএম, ০৯ জানুয়ারি ২০১৭

বাগেরহাটের শরণখোলায় কলেজছাত্রী ফতেমা-তুজ-জোহরা সান্তাকে দ্রুত উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেফতারের দাবিতে  সোমবার  উপজেলা সদর রায়েন্দা বাজারে অর্ধ-দিবস ধর্মঘট চলছে। রায়েন্দা বাজার কমিটির উদ্যোগে সকাল থেকে শুরু হওয়া এ ধর্মঘট দুপুর ২টা পর্যন্ত চলবে।

বেলা ১১টায় বাজারের বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, ফার্মেসি ও খাবারের দোকানপাট ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় ব্যবসায়ীরা স্বতস্ফুর্তভাবে ধর্মঘট পালন করছেন।

প্রসঙ্গত, গত শুক্রবার রাতে উপজেলার সদরের বাসস্ট্যান্ড এলাকার দুলু গাজীর অনার্স পড়ুয়া একমাত্র মেয়ে সান্তাকে অস্ত্রের মুখে ফিল্মি স্টাইলে অপহরণ করে নিয়ে যায় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ধনাঢ্য সবুর আকন  ও তার ছেলে সহিদুল ইসলাম সজিব। শনিবার বিকেলে রায়েন্দা বাজার কমিটির আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন ২৪ ঘণ্টার মধ্যে অপহৃতাকে উদ্ধার এবং অপহরণকারী সবুর ও সজিবসহ দায়ীরা গ্রেফতার না হলে সোমবার ধর্মঘট পালনের ঘোষণা দেন।

শওকত আরী বাবু/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।