মানিকগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড


প্রকাশিত: ০৭:২৬ এএম, ১০ জানুয়ারি ২০১৭
প্রতীকী

মানিকগঞ্জে স্ত্রী হত্যার দায়ে আলমগীর হোসেন নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান জনাকীর্ণ আদালতে আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।

আদালত সূত্র জানায়, ২০০৭ সালের ১৪ এপ্রিল মানিকগঞ্জের সিংগাইর উপজেলার নাজিরপুর গ্রামে দাম্পত্য কলহের জের ধরে মমতাজ বেগমকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ গোয়ালঘরে বেঁধে রাখেন স্বামী আলমগীর।

পরের দিন মমতাজের মা আনেছা বেগম বাদী হয়ে আলমগীরকে একমাত্র আাসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ আসামি আলমগীরকে গ্রেফতার করে। ২০১৪ সালের ১৬ ফেব্রুয়ারি আসামি আলমগীর আদালত থেকে ছয় মাসের জামিন নিয়ে পলাতক থাকেন। এ মামলায় ২০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

বি এম খোরশেদ/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।