কক্সবাজারে হোটেল থেকে নারীর লাশ উদ্ধার


প্রকাশিত: ০৩:৫৩ এএম, ১৯ মার্চ ২০১৫

কক্সবাজার শহরের যমুনা আবাসিক হোটেলের ১১৪ নং কক্ষ থেকে অজ্ঞাত নামা এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১০ টার দিকে সদর থানার পেছনে যমুনা আবাসিক হোটেলের ১১৪ নং কক্ষ থেকে লাশটি উদ্ধার করে সদর থানা পুলিশ। হোটেল রেজিষ্ট্রার অনুযায়ী, নারীর নাম খুরশিদা বেগম (২৬)।

তিনি উখিয়ার সোনাপাড়া এলাকার নিদানিয়া গ্রামের জাফর আলমের স্ত্রী বলে উল্লেখ রয়েছে। হোটেলে ম্যানেজার নুরুল আলম জানান গত মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় স্বামী-স্ত্রীর পরিচয়ে তারা হোটেল যমুনার একটি কক্ষ ভাড়া করেছিল। চিকিৎসার জন্য শহরে এসেছে দাবী করে তারা দুদিনের জন্য কক্ষটি ভাড়া নিয়েছিল। কিন্তু বুধবার সারাদিন তাদের কোন সাড়া শব্দ না পেয়ে হোটেল কতৃপক্ষের মনে সন্দেহ হয়। বুধবার রাত সাড়ে ১০ টার দিকে পুলিশ এসে দরজা খুলে মৃতদেহ মেঝেতে পড়া অবস্থায় পায়।

নিহতের গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, খুরশিদাকে গলাটিপে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এছাড়া হোটেল ম্যানেজারদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদা করা হচ্ছে।

এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।