কুষ্টিয়ায় ৬ জেলার মুক্তিযোদ্ধাদের প্রতীকী গণ-অনশন


প্রকাশিত: ০৮:১৩ এএম, ১২ জানুয়ারি ২০১৭

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে সংরক্ষিত ভারতের বীরভূম জেলার রামপুরহাট সেনানিবাস থেকে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নামের তালিকা প্রকাশ করার দাবিতে কুষ্টিয়ায় প্রতীকী গণ-অনশন কর্মসূচি পালন করেছে কুষ্টিয়া, গোপালগঞ্জ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, রাজবাড়ী ও ঝিনাইদহ  জেলার মুক্তিযোদ্ধারা।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুষ্টিয়া জেলা ইউনিটের আয়োজনে বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া পৌর বিজয় উল্লাস চত্বরে ৬ জেলার শতাধিক মুক্তিযোদ্ধার অংশ গ্রহণে এই কর্মসূচি পালিত হয়।

এতে কুষ্টিয়া জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, মুক্তিযোদ্ধা সংদস জেলা ইউনিটের কমান্ডার নাছিম উদ্দিন আহমেদ, ডেপুটি কমান্ডার রফিকুল আলম টুকু প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে সংরক্ষিত ভারতের বীরভূম জেলার রামপুরহাট সেনানিবাস থেকে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নামের তালিকা ও মুজিব বাহিনীসহ ভারতে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত সকল মুক্তিযোদ্ধাদের নামের তালিকা প্রকাশ করার জন্য  প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
 
আল-মামুন সাগর/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।