জামালপুরে যৌতুকের জন্য প্রাণ গেল গৃহবধূর


প্রকাশিত: ০৪:০৩ পিএম, ১৯ মার্চ ২০১৫

জামালপুর সদর উপজেলার লাহাড়িকান্দায় যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে পাষণ্ড স্বামী। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা দিকে এঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছে, সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের হামু মিয়ার মেয়ে তমা বেগম (১৮) এর সাথে ৭ মাস আগে বিয়ে হয় একই ইউনিয়নের লাহাড়িকান্দা গ্রামের ইয়াকুব আলীর ছেলে জনি মিয়ার (২২) সঙ্গে। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তমা এবং জনির মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এর জের ধরে গত ৩দিন যাবৎ তমাকে শারীরিক ভাবে নির্যাতন চালিয়ে আসছিল জনি। এক পর্যায়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তমার মৃত্যু হয়।

নরুন্দি তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে বলেন, নিহতের বাবা-মা ঢাকা থেকে আসছেন। তাদের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনার পর থেকে তমার স্বামী ভটভটি চালক জনিসহ তার পরিবারের অন্যান্য সদস্যরা পলাতক রয়েছেন।

প্রতিনিধি/এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।