কুষ্টিয়ায় মিরপুর থানার ওসি প্রত্যাহার


প্রকাশিত: ০৩:১৮ এএম, ১৩ জানুয়ারি ২০১৭

কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহম্মেদকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে মিরপুর থানা থেকে খুলনা ডিআইজির কার্যালয়ে প্রত্যাহার করা হয়।

এর আগে বুধবার আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান সাবু হত্যার ঘটনায় তাকে প্রত্যাহার করা হয়।

রাতে কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে মিরপুর উপজেলার আমবাড়ীয়ায় আয়ামী লীগ নেতা লুৎফর রহমান সাবু হত্যাকাণ্ড এবং এর পরবর্তী সহিংসতার কারণে তাকে মিরপুর থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার দুপুরে জাসদ গণবাহিনীর সন্ত্রাসীরা উপজেলার আমবাড়িয়া গোরস্থানের সামনে আওয়ামী লীগ নেতা সাবুকে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।
 
এরপর থেকে মিরপুর থানার ওসি কাজী জালাল উদ্দিন আহম্মেদের প্রত্যাহারের দাবিতে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিক্ষোভ সমাবেশসহ রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেন।  

আল-মামুন সাগর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।