বিভেদ সৃষ্টিকারীরা বিএনপি-জামায়াতের এজেন্ট


প্রকাশিত: ১১:৪৬ এএম, ১৩ জানুয়ারি ২০১৭

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, আমরা এখনও বিপদমুক্ত না, এখনও জঙ্গীদের প্রধান পৃষ্ঠপোষক খালেদা জিয়া আত্মসমর্পণ করেনি, এখনও জঙ্গী-সন্ত্রাসীরা এদিক ওদিক আক্রমণ করছে। তাই বাংলাদেশ এখনও নিরাপদ হয়নি।

এমন একটি পরিস্থিতিতে আওয়ামী লীগ এবং জাসদের মাঝে যারা বিভেদ তৈরি করতে চাচ্ছে তারা বাংলাদেশে অনৈক্য সৃষ্টি করতে চাচ্ছে। যারা ১৪ দল ও আওয়ামী লীগের ভিতরে ঐক্য বিনষ্ট করে, উস্কানি দেয়, যারা লুটপাট ও দলবাজীতে জড়িত, তারা আসলে দেশের শত্রু, শেখ হাসিনার শত্রু ও ঐক্যের শত্রু।

শুক্রবার সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলা জাসদ অফিস প্রাঙ্গনে লুৎফর রহমান সাবু হত্যাকাণ্ড, জাসদ নেতা মশিউর রহমান মিলনের বাড়ি ও জাসদ কার্যালয়ে অগ্নি-সংযোগের প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতার দাবিতে আয়োজিত সভায় মন্ত্রী এসব কথা বলেন।

মিরপর ও ভেড়ামারা আওয়ামী লীগে বিএনপির এজেন্ট রয়েছে দাবি করে তিনি বলেন, মিরপুর ও ভেড়ামারায় একটা গোষ্ঠি রয়েছে যারা জয় বাংলা ধানের শীষ। দিনে আওয়ামী লীগ, রাতে পুরান চেহারা। এখানে আওয়ামী লীগ ও জাসদের বিভেদ সৃষ্টিকারী উস্কানিদাতারা আসলে বিএনপি-জামায়াত এজেন্ট।

হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশাপাশি অগ্নি-সংযোগ, ভাঙচুরের সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদেরও শাস্তি দাবি করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন জেলা জাসদের সভপতি হাজি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ দলীয় নেতাকর্মীরা। গত বুধবার মিরপুরে সাবুকে হত্যা করে দুর্বৃত্তরা।

আল-মামুন সাগর/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।