আদালত ভবনের ক্যামেরা চুরির ঘটনা তদন্তে কমিটি


প্রকাশিত: ০১:৪৭ পিএম, ১৫ জানুয়ারি ২০১৭

শেরপুরে জেলা জজ আদালত ভবনের হাজতখানার সিসি ক্যামেরা চুরির ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোববার সন্ধ্যায় জেলা জজশিপের সভায় এ কমিটি গঠন করা হয়।  

তদন্ত কমিটির প্রধান করা হয়েছে, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মুসলেহ উদ্দিনকে। কমিটির অন্য দুই সদস্য হলেন, যুগ্ম জেলা জজ-১ম আদালত হারুনুর রশিদ ও অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল ইসলাম।

এ ঘটনায় শুক্রবার রাতে জেলা জজ আদালত ভবনের দায়িত্বপালনকারী দুই নৈশপ্রহরী মো. ইউনুছ আলী ও মো. আসাদুজ্জামানকে শোকজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন শিকদার বলেন, আদালত ভবনের সিসি ক্যামেরা চুরির ঘটনায় কোর্ট অঙ্গনের নিরাপত্তা ঝুঁকির বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি ডিবি (গোয়েন্দা বিভাগ) তদন্ত করছে।  

শুক্রবার রাতে জেলা জজ আদালত ভবনের হাজতখানার সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটে। শনিবার দুপুরে বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা করা হয়েছে। জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ মামলাটি তদন্ত করছে।

হাকিম বাবুল/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।