কুস্তিতে ব্রোঞ্জ পদক পেলেন পঞ্চগড়ের মেয়ে স্মৃতি আক্তার


প্রকাশিত: ০৯:১৬ এএম, ১৮ জানুয়ারি ২০১৭
প্রতীকী

জাতীয় পর্যায়ে ২৪তম জাতীয় জুনিয়র কুস্তি প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক পেয়েছেন পঞ্চগড়ের মেয়ে স্মৃতি আক্তার।

১৫ জানুয়ারি থেকে ঢাকার জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ৩ দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় পঞ্চগড়ের সাত জন ছেলে এবং পাঁচ জন মেয়ে কুস্তি খেলোয়ার অংশ নেন।

পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও জেলা কুস্তি কোচ আব্দুল্লাহ আল মানুনের নেতৃত্বে ১২ খেলোয়ার প্রতিযোগিতায় অংশ নেয়।

প্রতিযোগিতায় মোট ২১ জেলার জুনিয়ার কুস্তি খেলোয়ার অংশ নেন। এতে ৫১ কেজিতে ব্রোঞ্জ পদক অর্জন করেন পঞ্চগড়ের স্মৃতি আক্তার।

তার গৌরবময় এই অর্জনে ধন্যবাদ জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মির্জা নাজমুল ইসলাম কাজল।

সফিকুল আলম/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।