বরগুনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


প্রকাশিত: ০৪:৫৯ এএম, ১৯ জানুয়ারি ২০১৭

বরগুনায় ইয়াবাসহ জসিম উদ্দিন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার রাত ১০টার দিকে বরগুনা সদর উপজেলার আয়লাপাতাকাটা ইউনিয়নের পাকুরগাছিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি ছুরিও জব্দ করা হয়।

গ্রেফতার জসিম পাকুরগাছিয়া এলাকার আবদুস সোবাহন মাস্টারের ছেলে। সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ। জসিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে।

গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই)  জাফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিকে পাকুরগাছিয়া এলাকায় অভিযান চালিয়ে জসিমকে গ্রেফতার করা হয়। এসয় তার সঙ্গে থাকা তিনটি প্যাকেট থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ধারালো ছুরি জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার স্থানীয় বাজারমূল্য ৮০ হাজার টাকা বলেও জানান তিনি।

সাইফুল ইসলাম মিরাজ/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।