আখ ক্ষেতে রহস্যজনক আগুন
পঞ্চগড়ের রহস্যজনক আগুনে পুড়ে গেছে একটি আখ ক্ষেত। বৃহস্পতিবার দুপুরে জেলা সদরের মিড়গড় এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনীর কর্মীরা। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
স্থানীয়রা জানায়, পঞ্চগড় জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চুর প্রায় দুই একর জমির আখ খেতে আগুন এবং ধোঁয়া দেখা দেয়। পরে আগুন পুরো আখ ক্ষেতে ছড়িছে পড়ে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায় দমকল বাহিনী। তবে আকস্মিক আগুনে দুই লাখ টাকার আখ পুড়ে গেছে বলে দাবি আখ ক্ষেত মালিকের।
ক্ষতিগ্রস্ত আখ ক্ষেতের মালিক ও জেলা পরিষদ চেয়ারম্যানের ভাই মো. কাচ্চু বলেন, কিভাবে আগুন লেগেছে বুঝতে পারছি না। তবে দুই একর জমিতে লাগানো আখ ক্ষেত সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
পঞ্চগড় দমকল বাহিনীর লিডার হাবিলদার মো. আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনি। কিভাবে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
সফিকুল আলম/এআরএ/জেআইএম