মানিকগঞ্জে প্রকল্প পরিদর্শনে ৩১ দেশের প্রতিনিধি
মানিকগঞ্জে একটি বাড়ি একটি খামারসহ তিনটি প্রকল্প ঘুরে দেখেছে ৩১টি দেশের প্রতিনিধি দল। শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার পাঞ্জনখাড়ায় আফগান-এশিয়ান রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের এ প্রতিনিধি দলটি পৌঁছালে গ্রামবাসী তাদের ফুল দিয়ে বরণ করে নেয়।
আপ্যায়ন করা হয় শীতের পিঠা দিয়ে। পরে একটি বাড়ি একটি খামার প্রকল্প সম্পর্কে ধারণা নেন। কথা বলেন সুবিধাভোগীদের সঙ্গে। এরপর একই গ্রামে সমন্বিত পানি ব্যবস্থাপনা, বায়োগ্যাস প্লান্ট এবং একটি কোয়েল পাখির খামার ঘুরে দেখেন তারা।
এসময় অন্যান্যের মধ্যে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব প্রশান্ত কুমার রায়, সংস্থার চেয়ারপারসন ওমাদুথ জাদু, মহাসচিব ইঞ্জিনিয়ার ওয়াসফি হাসান-ইল স্রেইহিন, একটি বাড়ি, একটি খামার প্রকল্প পরিচালক আকবর হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদত খন্দকারসহ ৩১ দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বি.এম খোরশেদ/এআরএ/জেআইএম