কুষ্টিয়ায় দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে আহত ২০


প্রকাশিত: ০৩:৪০ পিএম, ২২ জানুয়ারি ২০১৭

কুষ্টিয়ার দৌলতপুরে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে গ্রামবাসীর ওপর এলোপাতাড়ি গুলি চালিয়েছেন আব্দুস সালাম নামে এক দুর্বৃত্ত। এ ঘটনায় অন্তত ২০ গ্রামবাসী গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পিয়াপুর ইউনিয়নের কামালপুর বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ গুলিবর্ষণকারী আব্দুস সালামকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কামালপুর বাজারের মধ্য দিয়ে গ্রামবাসীর যাতায়াতের জন্য রাস্তা নির্মাণের সিদ্ধান্ত নেয় গ্রামবাসী। এতে আব্দুস সালাম বাধা দেয়ার চেষ্টা করে। এ ঘটনায় গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে রাস্তায় নামে। এতে আব্দুস সালাম তার লাইসেন্সধারী শর্টগান দিয়ে গ্রামবাসীর ওপর বেপরোয়া গুলি চালায়। তার ছোড়া গুলিতে অন্তত ২০ জন আহত হন।

এ ঘটনায় গ্রামবাসী ও কামালপুর বাজারের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা ছোটাছুটি করতে থাকে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

গুলিবিদ্ধরা হলেন- হামিদ (৪৫), সাদ্দাম (৩২), মরজেম (৫৫), ঝন্টু (২৫), মতিয়ার (৪৮), দুলাল (৫০), ফরিদ (৩৮), সুজন (২৮), খবির (৪৬), রাসেল (২২), শহিদ (৪০), লিটন (২২), হাসান জর্দার (৪০), রবিউল (৪৫), রিয়াজ মোল্লা (৩২), ছাবদেল (৫০), মন্টু (৪৮), হাসান (৫০) ও মুন্তাজসহ (৩৮) ২০ জন।

দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবীর হোসেন জানান, গ্রামের রাস্তা নির্মাণ নিয়ে আবদুস সালাম নামে এক ব্যক্তি সাধারণ মানুষের ওপর শর্টগানের গুলি চালিয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। সালামকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আল-মামুন সাগর/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।