কয়েদিদের মাঝে খেলার সামগ্রী বিতরণ


প্রকাশিত: ১১:৩৫ এএম, ২৪ জানুয়ারি ২০১৭

শরীয়তপুর কারাগারের সাজাপ্রাপ্ত কয়েদিদের মাঝে খেলার সামগ্রীসহ সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ আয়োজন করেন শরীয়তপুর সমাজসেবা অধিদফতর।

জেল সুপার কামরুল হুদার সার্বিক তত্ত্বাবধায়নে এ আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর সমাজসেবা অধিদফতরের সভাপতি ও  জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান।

এ ছাড়া উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক সরদার, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক মো. কামাল হোসেন, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. ইদ্রিস ও জেলা সমাজসেবা অধিদফতরের প্রজেক্ট অফিসার অহনা প্রমুখ।

শরীয়তপুর সমাজসেবা অধিদফতরের সভাপতি ও  জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান বলেন, শরীয়তপুর কারাগারে যারা সাজাপ্রাপ্ত আসামি রয়েছেন। তাদের শারীরিক গঠন ঠিক রাখার জন্য শরীয়তপুর সমাজসেবা অধিদপতরের পক্ষ থেকে ক্রাম বোর্ড, বলিবল, ব্যাটমিন্টন, দাবার কোর্ট, লুডুসহ ২টি সেলাই মেশিন প্রধান করা হয়। যাতে করে তারা কারাবাস খেটে নিজেরা কর্ম করে খেতে পারেন।

মো. ছগির হোসেন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।