বরগুনায় ইয়াবাসহ ব্যবসায়ী আটক


প্রকাশিত: ০২:৫৫ এএম, ২৬ জানুয়ারি ২০১৭

বরগুনায় ১৪শ পিস ইয়াবাসহ সুমন হাওলাদার (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে নয়টার দিকে শিংড়াবুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এসময় তিনটি দেশীয় অস্ত্রও জব্দ করা হয়।

সুমন হাওলাদার বরগুনা সসদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের শিংড়াবুনিয়া গ্রামের মৃত মো. ছগির রহমান হাওলাদারের ছেলে।

গোয়ান্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুমনের বাড়ি থেকে তাকে আটক করা হয়। এসময় তার ঘরে তল্লাশি চালিয়ে ১৪শ পিস ইয়াবা ও তিনটি রামদা উদ্ধার করা হয়।

আটক সুমন হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে দু’টি মামলা দায়ের করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

সাইফুল ইসলাম মিরাজ/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।