পঞ্চগড়ে পুলিশের গুলিতে আহত সেই ডাকাতের মৃত্যু


প্রকাশিত: ১০:৪২ এএম, ২৬ জানুয়ারি ২০১৭

পঞ্চগড়ের মাগুরমাড়ি চৌরাস্তা এলাকায় হাইওয়ে পুলিশের গুলিতে আহত ডাকাত দেলোয়ার হোসেন (৪১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তার বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে সদর ও তেঁতুলিয়া মডেল থানায় ১৪টি মামলা রয়েছে বলে জানা গেছে।

নিহত দেলোয়ার সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের মাগুরমারী এলাকার কুতুব উদ্দিনের ছেলে।

গত সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে তেঁতুলিয়া-ঢাকা জাতীয় মহাসড়কের মাগুরমাড়ি চৌরাস্তা এলাকায় হাইওয়ে পুলিশের নিয়মিত তল্লাশি চলাকালে দেলোয়ার হোসেন পুলিশি তল্লাশিতে বাধা দেন। পরে পুলিশের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি স্থানীয় কয়েকজন নিয়ে পুলিশের উপর হামলা চালান। আত্মরক্ষার্থে পুলিশ তিন রাউন্ড গুলি ছুড়লে একটি গুলি দেলোয়ারের পেটের বাম পাশে বিদ্ধ হয়।

ভজনপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, গুলিবিদ্ধ হওয়ার পর তাকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও পরে  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে অস্ত্রোপচার করা হয়। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্ত এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।

সফিকুল আলম/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।