শরীয়তপুরে ৬ টন জাটকা জব্দ
ফাইল ছবি
শরীয়তপুর সদর উপজেলার বুড়ির হাট বাজার থেকে ১২টি নসিমন বোঝাই ৬ টন (৬ হাজার কেজি) জাটকা জব্দ করেছে র্যাব। এ ঘটনায় মাছ বহনকারী ২৩ জনকে আটক করা হয়েছে।
সোমবার গভীররাতে তিন ঘণ্টা অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়।
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান জানান, সোমবার গভীর রাতে শরীয়তপুর সদর উপজেলার বুড়ির হাট বাজার এলাকা থেকে ৬ টন জাটকা জব্দ করে মাদরীপুর র্যাব-৮। এ সময় মাছ বহনকারী ২৩ জনকে আটক করা হয়।
র্যাব ও পুলিশের উপস্থিতিতে মঙ্গলবার সকালে জব্দকৃত জাটকাগুলো এতিমখানা, বিদ্যালয় ও মাদরাসার গরীব শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
এছাড়া আটক ২৩ জনকে পাঁচ হাজার টাকা করে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয় বলেও তিনি জানান।
ছগির হোসেন/এফএ/পিআর