রংপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২


প্রকাশিত: ০২:১৯ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৭
প্রতীকী ছবি

রংপুরের তারাগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মশিউর (৩৭) ও বিজয় চন্দ্র দোমাসু (২৮) নামে দুইজন নিহত হয়েছেন। নিহতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার রংপুর-সৈয়দপুর মহাসড়কের লেংটি ছেড়া ব্রিজ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

তারাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জাগো নিউজকে জানান, সংঘবদ্ধ একদল ডাকাত মহাসড়কের উল্লেখিত এলাকায় অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় টহলরত পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দৌঁড়ে পালাতে থাকে ডাকাতরা।

পরে পুলিশ ধাওয়া করলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছুড়লে ওই দুই ডাকাত মারা যায়।

ওসি আরো জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই দুই ডাকাতের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।

জিতু কবীর/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।