কলেজছাত্রের বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
পিরোজপুরের নাজিরপুরে এক কলেজছাত্রের বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এতে গুরুতর অসুস্থ ওই স্কুলছাত্রীকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেয়েটির বাবা অভিযোগ করেন, তার সাত বছর বয়সী মেয়েকে মঙ্গলবার রাত ৯টার দিকে স্থানীয় ঘোষকাঠী কলেজের একাদশ শ্রেণির ছাত্র অমিতাব সরকার ধর্ষণ করে। সে উপজেলার দেউলবাড়ি ইউনিয়নের মনোহরপুর গ্রামের অমল সরকারের ছেলে। উপজেলার দীর্ঘা ইউনিয়নের ঘোষকাঠীর মুনুফল গ্রামে মামা শংকর সুতারের বাড়ি থেকে ওই কলেজছাত্র পড়াশুনা করে।
তিনি জানান, ওই রাতে তার মেয়ে পার্শ্ববর্তী হরলাল সুতারের বাড়ি থেকে টেলিভিশন দেখে ফেরার সময় ধর্ষক তাকে পার্শ্ববর্তী একটি হোগলা খেতে নিয়ে ধর্ষণ করে। এ সময় ধর্ষক এ বিষয়ে কাউকে জানালে হত্যা করা হবে বলে মেয়েকে হুমকি দেয়। রাত ১০টার দিকে বাড়ি ফিরে মেয়ে প্রচন্ড অসুস্থ হয়ে বমি করছিল। এ সময় তাকে রক্তাক্ত অবস্থায় দেখে তার মা ঘটানার বিষয়ে জানতে চাইলে সে এ ঘটনা জানায়। এসময় স্থানীয় পল্লী চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা তাকে দেয়া হয়। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে নাজিরপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ধর্ষককে গ্রেফতারে পুলিশ চেষ্টা করছে।
হাসান মামুন/আরএআর/আরআইপি