কুড়িগ্রামে বিনামূল্যে পাট বীজ বিতরণ


প্রকাশিত: ০৮:০৮ এএম, ২৯ মার্চ ২০১৫

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাট অধিদপ্তর কর্তৃক স্থানীয় কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।  রোববার সকাল ১১টায় সদর ইউপি চত্বরে এ কার্যক্রম শুরু হয়। 

এ সময় সদর ইউনিয়নের ২০০ কৃষকের মাঝে আড়াই কেজি করে বিএডিসির উচ্চ ফলনশীল (উফশী ) পাট বীজ বিতরণ করা হয়।   

কার্যক্রমের উদ্বোধন করেন সদর ইউপি চেয়ারম্যান এ.কে.এম মাহমুদুর রহমান রোজেন ।  এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, সাংবাদিক মো. যুবরাজ খান, আসাদুজ্জামান খোকন, উপ- সহকারী  পাট উন্নয়ন কর্মকর্তা ফারুক হোসেন তালুকদার, সদর  ইউপির সদস্য মোখলেছুর রহমান প্রমুখ।

পাট চাষে উৎসাহিত করার জন্য চলতি সপ্তাহের মধ্যেই  উপজেলার ৯টি ইউনিয়নে মোট এক হাজার তালিকাভূক্ত কৃষকের মাঝে এই বীজ বিতরণ করা হবে  বলেও জানান চেয়ারম্যান এ.কে.এম মাহমুদুর রহমান রোজেন ।

এসএইচএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।