জামালপুরে দুর্বৃত্তদের গুলিতে গ্রামীণফোনের বিক্রয়কর্মী নিহত
জামালপুরে দুর্বৃত্তদের গুলিতে গ্রামীণফোনের এক বিক্রয়কর্মী নিহত হয়েছে। নিহতের নাম আরিফ হোসেন। রোববার দুপুরে সদর উপজেলার হাসিল বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরিফ মেলান্দহ উপজেলার শাহাদাতপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল হাসেমের ছেলে।
সকালে জামালপুর শহরের বসাকপাড়া এলাকা থেকে সরিষাবাড়ী উপজেলার উদ্দেশ্যে গ্রামীণফোনের সিম বিক্রির উদ্দেশ্যে আরিফ মটরসাইকেলযোগে রওনা হয়। এ সময় আরিফ হাসিল বটতলা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে মটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা আরিফকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় আরিফ মাটিতে লুটিয়ে পড়লে তার সাথে থাকা ৫০ হাজার টাকার গ্রামীন ফোনের কার্ড, ব্যাগ ও মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে স্থানীয় লোকজন আরিফকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান মজুমদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য জামালপুর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।
এসএইচএ/আরআইপি