খাগড়াছড়িতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ৬
খাগড়াছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে দুই নারীসহ ৬ জন আহত হয়েছেন। গুরুতর আহতাবস্থায় চার জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
রোববার রাত সোয়া আটটার দিকে খাগড়াছড়ি জেলা শহরের শালবাগার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরার অনুসারী মো: মোসলেম উদ্দিন, তার স্ত্রী সাফিয়া বেগম ও জোসনা বেগম, অন্যদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহেদুল আলমের অনুসারী মো: শফিকুল ইসলাম, মো. বিল্লাল হোসেন ও খায়রুল আলম।
আহতের মধ্যে মো: শফিকুল ইসলাম এসএসসি পরীক্ষা দিচ্ছেন এবং মো. খায়রুল আলম ভোকেশনাল টেক্সটাইল স্কুলের নবম শ্রেণির ছাত্র বলে জানা গেছে। সংঘর্ষে গুরতর আহত মো. মোসলেম উদ্দিন, মো. শফিকুল ইসলাম, মো. বিল্লাল হোসেন ও মো. খায়রুল আলমকে উন্নয়ত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ তারেক মো. আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে এখনো পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। তবে ঘটনাস্থল ও আশে-পাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মুজিবুর রহমান ভুইয়া/এআরএস