ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার ভোর এবং বিকেলে এসব ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক সরফুদ্দিন জানান, বিকেল ৪টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাঁদমারী এলাকাতে ঢাকাগামী একটি লোহা ও রডবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৬-৮০৫৯) মাঝখানে ভেঙে গেলে চালকের মৃত্যু হয়। ট্রাকটিতে অতিরিক্ত মালামাল থাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে সোমবার সকাল ১০টায় ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ (পুরাতন) সড়কের ফতুল্লা মডেল থানার সামনে রাস্তা পারাপারের সময়ে বোরাক পরিবহনের বাসের চাপায় (ঢাকা মেট্রো-জ ১৪-১৫৩২) চাঁন বানু (৪০) নামে এক নারীর মৃত্যু হয়।
নিহত চাঁন বানু ফতুল্লার চর বক্তাবলী এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী। পুলিশ বাসটি আটক করলেও পালিয়ে গেছে চালক ও হেলপার।
এর আগে ভোরে একই সড়কের পাগলা মেরি এন্ডারসনের সামনে ট্রাকের চাপায় হাফেজ মুসা (৩২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। নিহত মুসা রাজধানীর পোস্তগোলা আইজী গেইট এলাকার ইউনুস মিয়ার ছেলে।
ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চাঁদমারী নিহতের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বাকি দুইজনের পরিবারের দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
শাহাদৎ হোসেন/এআরএ/পিআর