সুরঞ্জিত সেনগুপ্তের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন


প্রকাশিত: ০১:৫০ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৭

নিজের রোপণ করা রক্তচন্দন গাছের কাঠ দিয়ে দাহ করা হয়েছে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তকে।

সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে দিরাই উপজেলার আনোয়ারপুর গ্রামের নিজ বাসভবনে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এর আগে ৬টা ৩৫ মিনিটে তার মরদেহ নিজ বাড়ির শ্মশানখলায় (চিতায়) তোলা হয়।

ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে একমাত্র ছেলে সৌমেন সেনগুপ্ত শেষ বিদায় হিসেবে (ধর্মীয় প্রথা অনুযায়ী) বাবার মুখে আগুন দেন। পরে একে একে সবাই আগুন দেয়।

অন্ত্যেষ্টিক্রিয়ায় ব্যবহার করা হয়েছে জগডুমুর ও বেলগাছ। এ সময় জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি সব শ্রেণি-পেশার লাখো মানুষ উপস্থিত ছিল।

এর আগে বিকেল ৪টায় তার মরদেহ নিজ নির্বাচনী এলাকা শাল্লা থেকে বাড়ি নেয়া হয়। পরে দিরাই বালুর মাঠে সব শ্রেণি-পেশার মানুষ প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

প্রায় ১৪-১৫ বছর আগে সুরঞ্জিত সেনগুপ্ত নিজের হাতেই বাড়ির আঙিনায় একটি রক্তচন্দন গাছ রোপণ করেছিলেন বলে জানান সুরঞ্জিত সেনগুপ্তের ম্যানেজার সুজিত রায় ও পার্শ্ববর্তী দিরাই কালীমন্দিরের পূজারি (সেবাইত)।

রাজু আহমেদ রমজান/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।