মাগুরায় সংঘর্ষ, আহত ১৪


প্রকাশিত: ০৩:০৩ পিএম, ৩০ মার্চ ২০১৫

মাগুরার মহম্ম্দপুর উপজেলার বিনোদপুর বাজারে সোমবার দুপুরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত  ১৪ জন আহত হয়েছেন । ১টি বাড়ি ও ১টি দোকানঘর ভাংচুর লুটপাট হয়েছে। আহতদের মধ্যে তৈয়ব মোল্লার অবস্থা গুরুতর।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার সন্ধ্যায় বিনোদপুর চৌরাস্থায় টিভি দেখার জন্য সাইকেল রাখা নিয়ে কলেজ পাড়ার আরব আলী ও বিশ্বাস পাড়ার সাগর বিশ্বাসের মধ্যে হাতাহাতি হয়। এ সূত্র ধরে সোমবার সকাল ১০টার দিকে বিনোদপুর কলেজ পাড়া ও বিশ্বাস পাড়ার মানুষ লাঠি সোটা ও দেশীয় অস্ত্র  নিয়ে  সংঘর্ষে লিপ্ত হয়।

এ সময় বিশ্বাস পাড়ার ওয়াজেদ বিশ্বাসের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট হয়। ওয়াজেদ বিশ্বাসের ছেলে ব্যবসায়ী মফিজ সাংবাদিকদের জানান, তার ঘর থেকে নগদ অর্থ স্বর্ণলংকারসহ অন্যান্য মালামাল লুট হয়েছে এবং প্রায় দু`লক্ষ টাকার আসবাবপত্র ও ঘরবাড়ির ক্ষতি হয়েছে।

একই সময় ছাত্তার মিয়ার দোকান কুপিয়ে ভাংচুর করেছে প্রতিপক্ষরা । খবর পেয়ে পুলিশ এসে পরিরস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে । পুলিশ মোতায়েন রয়েছে ।

এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।