পিরোজপুরে জাপা নেতাকে হাতুড়ি পেটা
পিরোজপুর নাজিরপুর উপজেলার বলইবুনিয়া গ্রামে জাতীয় পার্টির (এরশাদ) নেতা মো. নিজাম হাওলাদকে হাতুড়ি পেটা করে পা ভেঙে দিয়েছে মাদক ব্যবসায়ীরা। গুরুতর আহত নিজামকে বুধবার রাতে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত নিজাম মালিখালী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি এবং মাদক বিরোধী আন্দোলনের সদস্য।
মালিখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুমন মন্ডল বলেন, নিজামসহ আমরা মালিখালী ইউনিয়নকে মাদকমুক্ত করার লক্ষে আন্দোলন করে আসছি। মাদক ব্যবসায়ীরা এজন্য কিছু দিন ধরে নিজামকে হুমকি দিয়ে আসছিল।
এরই জেরে বুধবার সকালে মাটিভাঙ্গা বাজারে যাওয়ার পথে সন্ত্রসীরা তাকে পথরোধ করে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এরপর তারা তার একটি পা ভেঙে দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ হাসপাতালে নেয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতে রাজধানীর পঙ্গু হাসপাতালে নেয়া হয়।
হাসান মামুন/এআরএ/পিআর