উৎসবমুখর পরিবেশে গুইমারায় মনোনয়ন দাখিল
আওয়ামী লীগ-বিএনপির পূর্ণ প্যানেলের অংশগ্রহণের মধ্য দিয়ে পার্বত্য খাগড়াছড়ির ৯ম উপজেলা গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চার জনসহ ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বৃহস্পতিবার চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন তাদের মনোনয়নপত্র জমা দেন।
সকালে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেমং মারমা, ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. নুরুন্নবী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ঝর্না ত্রিপুরা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম মশিউর রহমানের নিকট তার মনোনয়ন ফরম জমা দেন।
এর পরপরই চেয়ারম্যান পদে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ ইউছুফ, ভাইস চেয়ারম্যান প্রার্থী পুর্নকান্তি ত্রিপুরা ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হ্লাউছি মারমা তাদের মনোনয়ন ফরম জমা দেন।
চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মো. সাহাজ উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান উশেপ্রু মারমা ও সালাপ্রু মারমা।
এদিকে, ভাইস চেয়ারম্যান পদে সাংবাদিক মিল্টন চাকমা, থোয়াইঅং মারমা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মিসিপ্রু মগিনী তাদের মনোনয়ন পত্র জমা দেন।
অন্যদিকে, ঘোষিত তফসিল অনুযায়ী আগামীকাল শুক্রবার যাছাই-বাছাই হবে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম মশিউর রহমান।
মুজিবুর রহমান ভুইয়া/এআরএ/পিআর